নিজস্ব প্রতিনিধি – বুধবার ফের উত্তপ্ত কাশ্মীর।জঙ্গি সংঘর্ষে খতম দুই জঙ্গি। এরা প্রত্যেকেই হিজবুল মুজাহিদিন জেহাদি গোষ্ঠীর সদস্য বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্র জানাচ্ছে, কুলগামের রেডওয়ানি এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে।খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনা এবং আধাসামরিক বাহিনী। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেতেই গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা।
জবাব দিতে গেলে কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যু হয়। বাকিদের খোঁজে বুধবার রাত থেকেই কাশ্মীরের কুলগামে চলছে তল্লাশি। প্রসঙ্গত, দিনকয়েক আগে জঙ্গিহানায় শহিদ হন দুই পুলিশকর্মী। জখম হন অন্তত ১২। এরপর থেকেই আরও জোরদার হয়েছে কাশ্মীরে জঙ্গি দমন অভিযান।
167 total views, 6 views today