নিজস্ব প্রতিনিধি – বড়দিনের আগে রাজ্যে জাঁকিয়ে পড়বে শীত , এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।

ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমেছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রাত ও ভোরের দিকে যথেষ্ট ঠান্ডা থাকছে। দুপুরে তাপমাত্রা থাকছে অনেকটাই কম।

বাকুঁড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকা মঙ্গলবার সকালে ছিল কুয়াশার চাদরে মোড়া। তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির আশেপাশে।

বেলা বাড়লেও কিছু কিছু জায়গায় কুয়াশা দেখা গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে এখন শীতের আমেজ। এই মুহূর্তে নিম্নচাপের কোনও সম্ভাবনা নেই।

Loading