নিজস্ব প্রতিনিধি – ওমিক্রন আবহে দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বুধবারের তুলনায় বৃহস্পতিবার একলাফে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৯ হাজারে পৌঁছোলো সংক্রমণ। ঊর্ধ্বমুখী করোনা গ্রাফে উদ্বগে দেশবাসী।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪১৯ জন। গতকালের তুলনায় মৃতের সংখ্যা কিছুটা কমেছে। একদিনে মৃত্যু হয়েছে ১৫৯ জনের। সুস্থ হয়েছেন ৮ হাজার ২৫১ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৭৪২।

Loading