শান্তি রায়চৌধুরী: কিংবদন্তি রাহুল দ্রাবিড় এখন বিরাট কোহলিদের হেড কোচ। ভারতীয় দলের প্রধান কোচ নির্বাচিত হয়েই নতুন নজির স্থাপন করলেন দ্রাবিড়।
কানপুর টেস্ট শেষে গ্রাউন্ডসম্যানদের নিজের পকেট থেকে ৩৫ হাজার টাকা উপহার দেন দ্রাবিড়। তার দেখাদেখি মুম্বাই টেস্টে একই কাজ করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে সদ্য শেষ হওয়া টেস্টে একই কাজ করলেন কোহলি। কোহলি রাহুল দ্রাবিড়ে অনুপ্রাণিত হয়ে মাঠকর্মীদের ৩৫ হাজার টাকা উপহার দেন।
কোচ হয়েই ভারতকে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ জয় উপহার দেন দ্রাবিড়। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর এই কিংবদন্তি বলেন, জয় দিয়ে সিরিজ শেষ করতে পারাটা বেশ ভালো। কানপুরে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছিল। শেষ উইকেট তুলতে পারিনি আমরা। ক্রিকেটারদের কৃতিত্ব দিতেই হবে।
তিনি আরও বলেন, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে হতাশা ঝেড়ে ফেলে মুম্বাইয়ে জয় ছিনিয়ে নিয়েছে ওরা। দলের বেশ কিছু সিনিয়র খেলছে না। তাদের পরিবর্তে তরুণরা পারফর্ম করেছে। সুযোগের সদ্ব্যবহার করেছে। অনেকেই নিয়মিত টেস্ট খেলার সুযোগ পায় না। তবে শ্রেয়াস আইয়ার, মায়াঙ্ক আগারওয়াল, অক্ষর প্যাটেলদের পারফর্ম করতে দেখে খুব ভালো লাগছে।