নিজস্ব প্রতিনিধি – পেনশন প্রাপকদের জন্য সুখবর ! এবার লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা দেওয়ার সময় বাড়ল আরও এক মাস। সম্প্রতি এই ঘোষণা করেছে ‘ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনারস ওয়েলফেয়ার’।
সরকারের তরফে জানানো হয়েছে, কোভিডকালে বাড়ির বাইরে যেতে অনেক ক্ষেত্রেই সমস্যা হয়েছে প্রবীণ নাগরিকদের। সেই কথা মাথায় রেখেই লাইফ সার্টিফিকেট জমার দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এবার এই জীবন প্রমাণপত্র
জমা দিতে হবে পেনশন প্রাপকদের। নিয়ম অনুসারে ৩০ নভেম্বরের মধ্যে এই শংসাপত্র জমা দিতে হয় পেনশনপ্রাপকদের।
167 total views, 4 views today