শান্তি রায়চৌধুরী : কিছুদিন আগে সৃঞ্জয় বসু মোহনবাগানের সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। এরপর তিনি ডিরেক্টর পথ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তার জায়গায় মোহনবাগান ক্লাবের নতুন সহ সভাপতি হলেন সৌমিক বসু। এর পাশাপাশি সৃঞ্জয় বসুর জায়গায় মোহনবাগানে ক্লাবের তরফে অন্যতম ডিরেক্টর হলেন তিনি।
উল্লেখ্য, সৃঞ্জয় বসুর জায়গায় ক্লাবের নতুন সহ সভাপতি মনোনীত করার পাশাপাশি ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা দেবাশিস দত্তের সঙ্গে সৃঞ্জয়বাবুর জায়গায় ক্লাবের তরফে অন্যতম ডিরেক্টর করার সিদ্ধান্ত নেন সৌমিকবাবুকে।
সৃঞ্জয়বাবুর সচিবের পদ থেকে ইস্তফা দেওয়ার পর শুক্রবার কার্যকরী কমিটির মিটিং ডাকা হয়।
প্রসঙ্গত, সৃঞ্জয়বাবু সচিব পদ থেকে ইস্তফা দিলেও আগামীতে ক্লাবের সমর্থক এবং সদস্য হিসেবে থাকবেন বলে জানিয়েছেন।
246 total views, 2 views today












