নিজস্ব প্রতিনিধি – উচ্চমাধ্যমিকের টেস্ট হবে ৫০ নম্বরে। কিন্তু মাধ্যমিকের টেস্ট কত নম্বরে হবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, ‘প্রতিবছর আমরা ৯০ নম্বরের টেস্ট নিয়ে থাকি। এবছরও প্রতি বিষয়ে ৯০ নম্বরের পরীক্ষা হবে।’
১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে টেস্ট পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে পর্ষদ।
১৬ নভেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। তার আগে দশম ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষার সূচিও প্রকাশিত হয়েছে। দুটি পরীক্ষার আগে টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
দুই ক্ষেত্রেই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে নির্দিষ্ট স্কুল। উত্তরপত্র দেখার দায়িত্বও স্কুলের। প্রতিদিন পরীক্ষা মিটলে প্রশ্নপত্র ইমেলে পর্ষদে পাঠাতে হবে। বাছাই করা প্রশ্ন নিয়ে টেস্ট পেপার তৈরি করবে পর্ষদ।