নিজস্ব প্রতিনিধি – করোনার নতুন আতংক ওমিক্রন। তাই ভারত-বাংলাদেশ সীমান্তে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

সীমান্তের ঘোজাডাঙায় চালু হয়েছে কোভিড পরীক্ষাকেন্দ্র। বাংলাদেশে আসা-যাওয়া করা যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালক ও খালাসিদের করোনার নমুনা সংগ্রহের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে সেখানে।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বাংলাদেশ থেকে পাসপোর্টে ভারতে আসা যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট করা শুরু হয়। আর রিপোর্ট আসতে যেহেতু তিন থেকে চারদিন সময় লাগবে, তাই যাত্রীদের প্রয়োজনে ট্রেস করার জন্য তাদের ফোন নম্বরসহ ঠিকানা রাখা হচ্ছে।

Loading