নিজস্ব প্রতিনিধি – সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাড়ি। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল তিনজনের দেহ। ভয়াবহ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা এলাকায়। বুধবার এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
জানা গেছে, নোদাখালিতে একটি বাড়িতে বাজি তৈরি হতো। সেই বাজি ফেটেই বিস্ফোরণ হয় এদিন সকালে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকাল ৮টার দিকে বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এত ছিল যে অনেক দূর পর্যন্ত শব্দ শোনা যায়। সাতসকালে এমন শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। এলাকায় হইচই পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে তার মালিক অসীম ঢেঁকি নামে এক ব্যক্তি। তার বাড়িতেই বাজি তৈরি হতো। সেখানেই বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। বাড়ির তিন সদস্যের দেহ অনেক দূরে ছিটকে পড়ে। তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায় বিস্ফোরণে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। তারা বাড়িতে বিস্ফোরক ভাণ্ডার খতিয়ে দেখেন। খবর দেয়া হয়েছে ফরেনসিক বিভাগকে। বাজি তৈরির বিস্ফোরক ফেটে এমন পরিণতি নিয়ে ধন্দ রয়েছে তদন্তকারীদের। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
137 total views, 4 views today