নিজস্ব প্রতিনিধি – করোণা সংক্রমণ ও লকডাউন এর কারণে উলুবেড়িয়া স্টেডিয়ামের গেটে তালা পড়েছিল ।মাঠে খেলা বন্ধ ছিল। রক্ষণাবেক্ষণের অভাবে সেই মাঠ খেলাধুলার অযোগ্য হয়ে উঠেছিল। মাঠের অবস্থা খুবই খারাপ অবস্থায় ছিল। এই পরিস্থিতিতে স্টেডিয়ামের মাঠের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিল উলুবেড়িয়া পৌরসভা । যেভাবে পরিকল্পনা করা হয়েছে তাতে কার্যত নতুন করে তৈরি করা হবে খেলার মাঠ। রবিবার এই মাঠ পরিদর্শন করেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু। তার সঙ্গে ছিলেন মাঠ তৈরীর ভারপ্রাপ্ত সংস্থার কর্মকর্তারা।
উলুবেড়িয়া পুরসভার মুখ্য প্রশাসক অভয় দাস জানিয়েছেন, উলুবেরিয়া স্টেডিয়াম ও মাঠ শহরবাসীর অনেক আবেগের জায়গা। মানুষের এই আবেগকে মাথায় রেখে মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা আমরা নেব । শুধু নতুনভাবে মাঠ তৈরী নয় নিয়মিত মাঠ রক্ষণাবেক্ষণের জন্য একটি পেশাদার সংস্থাকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে উলুবেরিয়া বাসী।
163 total views, 2 views today