নিজস্ব প্রতিনিধি – বঙ্গোপসাগরে ঢুকে পড়া নিম্নচাপের জেরে রাজ্যে শীত পড়ছে না। এর ফলে বাড়ল তাপমাত্রার পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে সকালের দিকটায় হালকা শীতের হালকা আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত উধাও হয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এখনও সেভাবে শীতের প্রভাব পড়েনি।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় ঘনীভূত নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। যার ফলে মঙ্গলবার এবং বুধবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এর প্রভাব খুব একটা বেশি পড়বে না।