শান্তি রায়চৌধুরী: এই বছরের নারী ফুটবলের ব্যালন ডি’অর জিতেছেন আলেকজিয়া পুতেয়াস। গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে বার্সেলোনা নারী দলের এই মিডফিল্ডারের।
স্পেনের শীর্ষ ঘরোয়া লিগ জয় করেছেন। পাশাপাশি বার্সেলোনার জার্সিতে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপ সেরা প্রতিযোগিতার ফাইনালে তার নেতৃত্বেই চেলসির বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতে বার্সেলোনা। ওই ম্যাচে একটি গোলও করেন তিনি। ২০২০-২১ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ গোল করেন পুতেয়াস, যা মিডফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ। তাই প্রত্যাশিতভাবেই ব্যালন ডি’অর উঠল পুতেয়াসের হাতে।
180 total views, 4 views today