নিজস্ব প্রতিনিধি – দিঘায় অসময়ে প্রতিদিন ধরা পড়ছে এক টন করে ইলিশ! দিঘা ফিশারম্যান ও ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন, গত এক সপ্তাহ ধরে রোজ গড়ে এক টন করে ইলিশ উঠছে দিঘার সমুদ্র থেকে। এই সময়ে এত ইলিশ আগে দেখা যায়নি। এখন ইলিশ মূলত আসছে ডায়মন্ড হারবার, কাকদ্বীপের সমুদ্র থেকে।
মানিকতলার উল্টোডাঙা, কলেজ স্ট্রিট, গড়িয়াহাট, লেক মার্কেটসহ শহরের বিভিন্ন বাজারে গত দুদিন ধরে ইলিশের দাপট! এক কেজি থেকে দেড় কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১২০০-১৩০০ টাকায়। পাঁচশ থেকে সাতশ গ্রামের ইলিশ কেজিপ্রতি ১০০০ টাকা।
ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজন মাইতি বলেন, দিঘার তুলনায় গত দুদিনে কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, রায়দীঘির সমুদ্র থেকে সব থেকে বেশি ইলিশ জালে উঠছে।
গত তিন দিনে এসব এলাকা থেকে সব মিলিয়ে প্রায় সত্তর টন ইলিশ উঠেছে। বেশিরভাগের ওজন পাঁচশ থেকে সাতশ গ্রাম। স্বাদেও হার মানাচ্ছে বর্ষার ইলিশকে।
আবহাওয়ার পরিবর্তনই রুপালি ইলিশের আচমকা আমদানির কারণ, বলছেন মৎস্য গবেষকরা। কেন্দ্রীয় মৎস্যশিক্ষা সংস্থার (কলকাতা কেন্দ্র) বিজ্ঞানী গৌরাঙ্গ বিশ্বাসের মতে, আবহাওয়া পরিবর্তন তো আছেই। এ ছাড়া পরিযায়ী শ্রেণির ইলিশ জলেতে তার গতিপথ পরিবর্তন করা এই অসময়ে প্রাপ্তির কারণ।