নিজস্ব প্রতিনিধি – পেট্রোল ও ডিজেলের এদিনের দাম ইতিমধ্যেই জানানো হয়েছে। দুই জ্বালানির দাম রয়েছে অপরিবর্তিত । এই নিয়ে গত ২৫ দিন পেট্রোল ও ডিজেলের দাম একই জায়গায় রয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী। অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে ৭৩ ডলারের নিচে নেমে গিয়েছে।  আইওসিএলের ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায়  আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা।

রাজধানী দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৩.৯৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৬৭ টাকা। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা। ডিজেলের দাম ৯৪ টাকা ১৯ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৪০ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৪৩ টাকা।

 155 total views,  4 views today