নিজস্ব প্রতিনিধি – কলকাতা পৌরসভার ভোটের প্রচার এর সময় বাড়ল। প্রচার হবে সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত। শুক্রবার সন্ধ্যায় রাজ্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে । পুরো ভোটের নির্ঘণ্ট প্রকাশের সময় রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছিলেন , সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটের প্রচার করা যাবে।
বিভিন্ন রাজনৈতিক দল প্রচার এর সময়সীমা বাড়ানোর দাবি জানালে কমিশন তা বিবেচনা করে নতুন সময়সূচি ঘোষণা করে দিল। এদিন পাশাপাশি নির্বাচনের ৭২ ঘণ্টা আগে প্রচার শেষের যে ঘোষণা করেছিল তাতে দিনবদল আনা হয়েছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে ভোটের ৪৮ ঘন্টা আগে শেষ করতে হবে।