নিজস্ব প্রতিনিধি – প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট টিকাকরণের নিরিখে কলকাতাকে পেছনে ফেললো উত্তর ২৪ পরগনা । স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী, টিকাকরণ শুরুর সময় থেকে শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত কলকাতায় মোট ৮৩ লক্ষ ৪৩,৪১৮ ডোজ টিকা দেয়া হয়েছে। সেখানে উত্তর ২৪ পরগনায় মোট টিকা দেয়া হয়েছে ৮৩ লক্ষ ৭৫ হাজার ৭৭৪ ডোজ।

মোট টিকাকরণের নিরিখে শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনা উঠে এসেছে এক নম্বরে । কলকাতা দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ।

 237 total views,  6 views today