শান্তি রায়চৌধুরী :  এতদিন পর্যন্ত নবান্ন থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বাড়ার খবরটা আসছিল। কিন্তু শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের কাছে এল ছুটি কমার খবর। অর্থাৎ আগামী বছর রাজ্য সরকারি কর্মীদের ছুটি কমছে। শুক্রবার এমন খবরটাই এলো নবান্ন থেকে।

এদিন ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। তাতে ছুটির আনন্দে ভাটা পড়বে না। সামনের বছর অর্থাৎ ২০২২ সালে দুর্গাপুজোয় রাজ্যের সরকারি কর্মচারীরা একটানা ১১ দিন ছুটি পাচ্ছেন। এছাড়াও কালীপুজো, ভাইফোঁটা মিলিয়ে আরও চারদিন ছুটি পাবেন।

শুক্রবার রাজ্যের অর্থদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী বছরের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। এনআই অ্যাক্ট অনুযায়ী এবার মোট ১৮টি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এনআই অ্যাক্টে দুর্গাপুজোয় ছুটি তিনদিন। ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর অর্থাৎ, অষ্টমী থেকে দশমী। এছাড়াও রাজ্য সরকার পুজো উপলক্ষ্যে আরও কয়েকদিন বাড়তি ছুটি দিয়েছে।

মহাপঞ্চমী, ৩০ সেপ্টেম্বর, শুক্রবার। মহাষষ্ঠী ১ অক্টোবর, শনিবার। ২ অক্টোবর, মহাসপ্তমী, রবিবার এমনিতেই ছুটি। ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর, অষ্টমী থেকে দশমী। রাজ্য সরকার ছুটি দিয়েছে ৬ থেকে ৮ অক্টোবর। ১০ অক্টোবর লক্ষ্মীপুজো উপলক্ষ্যে বাড়তি ছুটি। সব মিলিয়ে ১১ দিন। এনআই অ্যাক্ট ছাড়াও রাজ্য সরকার দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করে কর্মচারীদের আরও ২০টি ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি চারটি বিভাগীয় ছুটি পাবেন বিশেষ সম্প্রদায়ভুক্ত সরকারি কর্মচারীরা। দোল, সরস্বতী পুজো ও ইদে একদিন করে বাড়তি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। গুরু রবিদাস, ইস্টার স্যাটারডে, হুল দিবস ও করম পুজোয় বিশেষ সম্প্রদায়ের সরকারি কর্মীদের ছুটি থাকবে।

Loading