নিজস্ব প্রতিনিধি – ভারতে আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। আজ শুক্রবার ভারতের  বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইর প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের মার্চ মাসে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় ভারত। শুধু খাদ্য-ওষুধের মতো জরুরি পণ্য পরিবহন ও বিদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফেরাতে বিশেষ ফ্লাইট চালু ছিল।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়,  আন্তর্জাতিক যাত্রী পরিষেবা পুনরায় চালু করার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামী ১৫ ডিসেম্বর থেকে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে।

Loading