শান্তি রায়চৌধুরী: তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দা মাতাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। কিন্তু বেশ কয়েক বছর ধরে সালমান খানের একের পর এক ছবি মুখ থুবরে পড়ছে বক্স অফিসে। কিন্তু তাতে কোন কিছুই আসে যায় না ভাইজানের। দর্শকদের কাছে নিজের ম্যাজিক তুলে ধরতে সালমানও নানা ছবি নিয়ে হাজির হচ্ছেন সালমান। এই যেমন খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘অন্তীম’। এই ছবিতে সালমানের সঙ্গে দেখা যাবে তার ভগ্নীপতি আয়ূশ শর্মাকে। তবে খবরটা একেবারেই ‘অন্তীম’ ছবি নিয়ে নয়। বরং এবার নিজেই সিনেমা হলের মালিক হতে যাচ্ছেন বলিউডের ‘দাবাং’ খান। নিজের নামের সঙ্গে মিলিয়ে সিনেমা হলটির নাম দিচ্ছেন ‘সালমান টকিজ’।

 এমন খবরটি সালমান খানই জানিয়েছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘অনেক দিন ধরেই এটা নিয়ে পরিকল্পনা করছিলাম। যদি এই মহামারি করোনা পরিস্থিতি না থাকতো, তাহলে এতোদিনে আমার পরিকল্পনা বাস্তবে পরিণত হতো। তবে খুব শিগগিরই সালমান টকিজ খুলতে চলেছি।

করোনার আবহে সিনেমা হল ‘বিমুখ’ দর্শক! জনপ্রিয়তা পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। আর এমন পরিস্থিতিতে একরকম ঝুঁকি নিয়েই সিনেমা হলের মালিক হচ্ছেন ‘ভাইজান’। তবে এইসব সিনেমা হল মুম্বাইয়ের মতো উন্নত শহরে তৈরি হবে না। মফঃস্বল কিংবা বিভিন্ন গ্রামাঞ্চলে যেখানের মানুষদের বহু দূরে শহরের সিনেমা হলে যাওয়াটা অত্যন্ত কষ্টসাধ্য, সেরকম অঞ্চলে ও প্রধানত সেই ধরণের দর্শকদের জন্যই তৈরি হবে সালমান টকিজ।

Loading