নিজস্ব প্রতিনিধি – **ইডেন গার্ডেন্সে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচকে কেন্দ্র করে সতর্ক পুলিশ। যান নিয়ন্ত্রণে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। মেট্রো রেল কর্তৃপক্ষও রাতে ২টি বিশেষ ট্রেন চালাবে।
**কলকাতা থেকে জেলা। রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বণ্টন করা হল রোগী কল্যাণ সমিতির দায়িত্ব। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে চেয়ারম্যানের নামের তালিকা প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর । কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে ফের নিয়োগ করা হল উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি।
**দ্রুত নিয়োগের দাবিতে এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন ৩৫ দিনে। পাশে দাঁড়িয়ে নিয়োগে দুর্নীতির অভিযোগে সরব হলেন সুকান্ত মজুমদার।
বিষয়টি বিধানসভায় তুলতে চায় বিজেপি। “ঘোলা জলে ফায়দা তোলার চেষ্টা হচ্ছে”, বলে খোঁচা দিয়েছে তৃণমূলে ।
**মাওবাদীদের ডাকা ভারত বনধের প্রভাব পড়ল এরাজ্যের তিন জেলার জঙ্গলমহল এলাকায়। ঝাড়গ্রাম , পুরুলিয়া , বাঁকুড়ার বিস্তীর্ণ জায়গায় কার্যত পথে নামল না বেসরকারি বা বাস। মাওবাদীদের বনধের মধ্যেই রেললাইনে বিস্ফোরণের খবর মিলেছে ধানবাদে।