নিজস্ব প্রতিনিধি – **শ্রদ্ধার সাথে স্মরণ করছি কৃষক আন্দোলনের শহীদদের।এই জয় সংযুক্ত কৃষক আন্দোলনের। সংযুক্ত কিষান মোর্চা কে অভিনন্দন। আমাদের রাজ‍্যের আইনে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কৃষক বিরোধী সংশোধনীগুলিকেও বাতিল করা হোক।’ ট্যুইট সূর্যকান্তের।

**সংযুক্ত কিষাণ মোর্চা এবং লক্ষ লক্ষ আন্দোলনকারী কৃষকদের উষ্ণ অভিনন্দন। সংযুক্ত মোর্চার নেতৃত্বে কৃষকদের সঙ্ঘবদ্ধ আন্দোলনের বিশাল জয়। মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে জয় আসবেই। কৃষকদের অভিনন্দন জানিয়ে ট্যুইট পশ্চিমবঙ্গ সিপিএম-এর।

**বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার কেন্দ্রের। ৩টি কৃষি-আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘প্রত্যেক সংগ্রামী কৃষককে আমার অভিনন্দন। এই আন্দোলনকারী কৃষকরা তাঁদের প্রতি হওয়া কোনও নিষ্ঠুরতাতেই দমেননি। এটা আপনাদের জয়। এই লড়াইয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য রইল গভীর সমবেদনা’। প্রধানমন্ত্রী ঘোষণার পর ট্যুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।

**প্রধানমন্ত্রীর কৃষি আইন প্রত্যাহার ঘোষণার পর  তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “আমরা খুব আনন্দিত। আমরা প্রথম থেকেই এই আন্দোলনের সঙ্গে ছিলাম। নরেন্দ্র মোদি নতিস্বীকার করতে বাধ্য হলেন, এটা গণতন্ত্রের বিরাট জয়।” পাশাপাশি তিনি বলেন, “মোদিদের পায়ের তলার জমি সরে যাচ্ছিল, তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।”

**প্রধানমন্ত্রীর কৃষি আইন প্রত্যাহার ঘোষণার পর সিপিএম নেতা সুজন চক্রবর্তী  বলেন, “আজ ইতিহাসের দিন, ঐতিহাসিক ঘটনা। গায়ের জোরে, জবরদস্তি যেভাবে কৃষকদের সর্বনাশ করে দেওয়ার মতো বন্দোবস্ত দিল্লি সরকার করেছিল, তা যে মানুষ মেনে নেবে না তাঁরা লড়াইয়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে। নিজেকে সর্বশক্তিমান মনে করা মোদিজি মাথা নিচু করতে বাধ্য হয়েছেন।

**নির্বাচনে হারের আশঙ্কা, তাই ভয় পেয়ে এই সিদ্ধান্ত মোদির”, প্রতিক্রিয়া সুখেন্দুশেখর রায়ের।

**প্রধানমন্ত্রীর এই ঘোষণা প্রসঙ্গে অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন, “কেন্দ্র সরকার বলেছিল এই আইনের ফলে ছোট কৃষকরা উপকৃত হবেন। এই আইনের ফলে বহুজাতিকরা আমাদের কৃষির বাজারে ঢুকবে। কিন্তু খতিয়ে দেখলে মনে হবে এতে কিছু গণ্ডগোল আছে। বহুজাতিকরা যদি বাজারে ঢোকে সেক্ষেত্রে সনাতনী কাঠামোটি ভেঙে যাবে। মূলত এই আইন বড় কৃষকদের বিরুদ্ধে।”

**অবিচারের বিরুদ্ধে জয়’, কৃষি আইন বাতিল নিয়ে ট্যুইট রাহুলের |

**সিপিএম নেত্রী ঐশী ঘোষ ট্যুইটারে লেখেন, কে বলল সংগ্রাম করে কিছু পাওয়া যায় না? প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এখান থেকে ফিরে যাওয়া উচিত নয়। আমরা যদি একসাথে থাকি তবে আমরা এটি জিতব।

** কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘লক্ষ লক্ষ কৃষকদের উন্নয়নের কথা ভেবেই, কৃষি উন্নয়নের কথা ভেবেই এই আন্দোলন ছিল। এটা প্রমাণ হল, কংগ্রেস যেটা আজ ভাবে মোদি সরকার সেটা আগামীকাল ভাবে।

‘পার্লামেন্টে আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না’, বার্তা রাকেশ টিকায়তের।

Loading