নিজস্ব প্রতিনিধি – ইচ্ছেপূরণ করলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। এক বছর অপেক্ষার পর অবশেষে বিয়ে করলেন পূজা ও কুণাল ভার্মা। সোমবার একদিকে যখন রাজকুমার রাও এবং পত্রলেখা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। ঠিক সেই সময়ই গোয়ায় ছিমছাম অনুষ্ঠানে কুণালের হাতে সিঁদুর পরলেন পূজা। একই রঙে সেজেছেন কুণাল ও পূজা। পূজার পরনে গোলাপি শাড়ি, গলায় গোলাপ ফুলের মালা। কুণালের পাঞ্জাবিতেও গোলাপি রং।
পূজার ছেলে কৃশিবের বয়স এক বছর এক মাস। তা বলে কি মায়ের শখ পূরণ করতে নেই! হ্যাঁ, এমনটাই মনে করেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়।
আর তাই তো ছেলেকে কোলে নিয়ে স্বামী কুণালের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসলেন কলকতার জনপ্রিয় এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে পূজা শেয়ার করেছেন এক অন্তরঙ্গ ছবি। ক্যাপশনে লিখলেন, ফের নবদম্পতি। এই একই ছবি শেয়ার করে কুণাল লিখলেন, ‘তুমিই আমার রানি’।