আজকের (১৯ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
আজকের টোটকা
ব্যবসায় খরিদ্দারকে ধরে রাখার টোটকা
(২য় পর্ব)
আপনার ব্যবসায় খরিদ্দারকে ধরে রাখার অনেক উপায় তন্ত্র শাস্ত্রে উল্লেখ করা আছে। এগুলির প্রয়োগ যথাযথ করতে পারলে আপনার উদ্দেশ্য অবশ্যই পূরণ হয়ে যাবে।
(৫) সাদা অপরাজিতার শেকড় নিয়ে ছায়ায় শুকিয়ে গরুর দুধের সঙ্গে মিশিয়ে কপালে লাগালে ব্যবসায় ভালো ফল হয়। এই প্রয়োগ যথাযথভাবে করতে পারলে আপনার অর্থসংকট আর থাকবে না। (৬) অমাবস্যার রাতে এই প্রয়োগটি করতে পারেন। একটি মাটির হাঁড়িতে সুজির হালুয়া রেখে তার মধ্যে এক চামচ হলুদ, সাতটা লবঙ্গ, সাতটা গোলমরিচ রেখে হাঁড়ির মুখ লাল কাপড় দিয়ে বেঁধে ঘর থেকে দূরে কোথাও নির্জন স্থানে গিয়ে পুঁতে রেখে সোজা বাড়িতে ফিরে আসবেন। পিছনে ফিরে তাকাবেন না। বাড়ি ফিরে এসে অবশ্যই হাত-পা ধুয়ে নেবেন। এই প্রয়োগ যথাযথ করতে পারলে আপনার আর অর্থ সংকট থাকবে না। ব্যবসায় লোকসান থেকে রেহাই পাবেন। সংসারে শান্তি বিরাজ করবে। (৭) কেশর, সিঁদুর, গরুর দুধকে আমলার রসে পিষে কপালে লাগিয়ে আপনি ব্যবসাক্ষেত্রে বা দোকানে প্রবেশ করলে ব্যবসার উন্নতি ঘটে। এই প্রয়োগ যথাযথ করতে পারলে ব্যবসায় লোকসানের ঘাটতি কমে যায় এবং অর্থ সংকট দূর হয়। (৮) সাদা মাদার ফল শুকিয়ে গরুর দুধের সঙ্গে মিশিয়ে পিষে তিলক লাগালে ভালো ফল দেয়। আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং অর্থ সংকট দূরীভূত হবে।
রোগ মুক্তির টোটকা
দাহ রোগে যার শরীর দিনে দিনে যায় কমে
মুসুর ডালের জল খাও নিয়মিত করে।
আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে এবং জ্যোতিষ শাস্ত্রে শিক্ষালাভের জন্যযোগাযোগ করুন
বিশিষ্ট শিক্ষকমন্ডলী দ্বারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চান?শিক্ষান্তে ডিগ্রি প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন
আচার্য্য শিবু শাস্ত্রী
9830292174 / 6291252790