আজকের (১৮ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
আজকের টোটকা
ব্যবসায় খরিদ্দারকে ধরে রাখার টোটকা
আপনার ব্যবসায় খরিদ্দারকে ধরে রাখার অনেক উপায় তন্ত্র শাস্ত্রে উল্লেখ করা আছে। এগুলির প্রয়োগ যথাযথ করতে পারলে আপনার উদ্দেশ্য অবশ্যই পূরণ হয়ে যাবে।
(১) পান ও তুলসী পাতা পিষে গরুর দুধের সঙ্গে মিশিয়ে মাথার দিকে তিলক লাগিয়ে আপনি আপনার ব্যবসায় বা দোকানে যাবেন। এই প্রয়োগ সঠিকভাবে করতে পারলে দেখবেন আপনার অর্থনৈতিক সমস্যা দূরীভূত হবে। (২) হলুদের সঙ্গে লেবু গাছের শিকড়কে বেটে এর থেকে যে রস বেরোয় সেটি কপালে তিলক কেটে পরলে দেখবেন আপনার ব্যবসায় লোকসান কমে যাচ্ছে এবং আপনার দোকানে খরিদ্দার বেশি হচ্ছে। এই প্রয়োগের দ্বারা আপনি যেকোনো ব্যক্তিকে বশীকরণও করতে পারেন (৩) যেকোনো একদিন কালো ধুতরোর ফুল, পাতা, শেকড়, বেলপাতা এক সঙ্গে পিষে তিলক লাগালে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। আপনার আর অর্থসংকট থাকবে না। (৪) বট গাছের শিকড় খরিদ্দারকে ধরে রাখতে খুব ভালো কাজ দেয়। বটের শিকড়টি প্রথমে ধূপ, ধুনো, বাতি দিয়ে পুজো করে এসে এরপর আপনার ব্যবসায় বা দোকানে বসার জায়গায় লাগালে দেখবেন ব্যবসায় লোকসান কম হচ্ছে। আপনার আর অর্থ সংকট থাকবে না।
(…. এরপর পর আগামী সংখ্যায়)
রোগ মুক্তির টোটকা
বেশি গরমে লু লেগে পিপাসা পায়।
কাঁচা পেঁয়াজ খেলে সেই পিপাসা যায়।।
আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে এবং জ্যোতিষ শাস্ত্রে শিক্ষালাভের জন্যযোগাযোগ করুন
বিশিষ্ট শিক্ষকমন্ডলী দ্বারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চান?শিক্ষান্তে ডিগ্রি প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন
আচার্য্য শিবু শাস্ত্রী
9830292174 / 6291252790