শান্তি রায়চৌধুরী: চলতি মাসে ২০ তারিখে গোয়ায় শুরু হচ্ছে ৫২তম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (ইফি)। চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে জায়গা করে নিয়েছে মোট পাঁচটি বাংলা ছবি। তাতে স্থান পেয়েছে কোচবিহার জেলার  প্রান্তিক শহর হলদিবাড়ির তরুন তুর্কি সত্রাবিত পালের জীবনীচিত্র ‘নিতান্তই সহজ সরল’। ‘ইফি’তে প্রদর্শিত হবে ঘরের ছেলের হাতে তৈরি প্রথম প্রচেষ্টার ফসল পূর্ন দৈঘ্যের চলচ্চিত্র। এমন খবরে উচ্ছ্বসিত হলদিবাড়ির সংস্কৃতি প্রেমী মানুষজন।

কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক ও গোয়া সরকারের যৌথ উদ্যোগে হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। যা চলবে টানা ৯ দিন। এই ঐতিহ্যশালী চলচ্চিত্র উৎসবে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষার ছবি জায়গা করে নেয়। এবছর ইফি ২০২১-র ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে জায়গা করে নিয়েছে মোট পাঁচটি বাংলা ছবি।

সত্রাবিত পাল জানান, হলদিবাড়ি ব্লক এবং সংলগ্ন অঞ্চলের অতি সাধারণ মানুষদের সহজ সরল জীবনযাত্রার কথাই তুলে ধরা হয়েছে এই ছবিতে। ‘নিতান্তই সহজ সরল’ চলচ্চিত্রটি সাদাকালো। ছবি শুটিং করা হয়েছে হলদিবাড়ি ব্লকের বিভিন্ন গ্রামগঞ্জের মাঠেঘাটে। এতে দেখা যাবে হেমকুমারী, সাতকুড়া, তিস্তানদী, বালাডাঙ্গা, পারমেখলিগঞ্জ সহ সংলগ্ন এলাকার টুকরো ছবি।

Loading