নিজস্ব প্রতিনিধি – আগামী ২৩ এপ্রিল রাজ্যে শুরু হবে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। শুক্রবার এই তথ্য জানিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড।
ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক রুটিন ঘোষণা করে দিয়েছে সংশ্লিষ্ট পর্ষদ এবং সংসদ। তখনই জানা গিয়েছিল উচ্চ মাধ্যমিক শেষ হতেই এপ্রিলের তৃতীয় চতুর্থ সপ্তাহে হতে পারে জয়েন্ট।
বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা বলেছেন , আমরা দিন ঘোষণা করে রাখলাম। সময় এবং অন্যান্য তথ্য সম্বলিত ইনফর্মেশন বুকলেট পরে ওয়েবসাইটে দেওয়া হবে। এর জন্যwww.wbjeeb.nic./www.wbjee.in সাইটে দেখে নিতে হবে।