নিজস্ব প্রতিনিধি – বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতা বইমেলা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) রাতে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার নিয়ে বাংলাদেশকে তিনবার থিম কান্ট্রি করা হচ্ছে। এই প্রথম কোনো দেশে কলকাতা বইমেলার ইতিহাসে তিনবার থিম কান্ট্রি বা ফোকাস কান্ট্রি হতে যাচ্ছে। এর আগে আরও দুইরাব বাংলাদেশকে থিম কান্ট্রি করা হলেও এবারের কারণটি ভিন্ন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণ করে এই আয়োজন করছে কলকাতা বইমেলা কর্তৃপক্ষ।
বইমেলার আয়োজনক গিল্ড সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হবে সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে। ভারতের দেশীয় প্রকাশনা সংস্থাও থাকবে মেলায়। সঙ্গে থাকবে লিটল ম্যাগাজিনের স্টল। এছাড়া আন্তর্জাতিক বইমেলা বিশেষ আকর্ষণ অষ্টম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল বইমেলা চলাকালীন অনুষ্ঠিত হবে প্রতিবারের মতোই।
গিল্ড সভাপতি সুধাংশ দে জানান, কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি এবং সরকারের নির্দেশ মেনে বইমেলা করা হবে। যতটা সম্ভব খোলামেলা প্রাঙ্গণ তৈরি করা হবে। মাক্স ছাড়া মেলায় প্রবেশ করা যাবে না। স্যানিটাইজেশন এবং ডবল ভ্যাকসিন সার্টিফিকেটের উপরে জোর দেওয়া হবে। এছাড়া ই-পাসের ব্যবস্থা করার কথাও ভাবা হচ্ছে।
128 total views, 4 views today