আজকের (১৪ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা
বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,
বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত
আচার্য্য শিবু শাস্ত্রী
আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম
(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)
জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,
জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)
যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪
Email : acharyashibusastri@gmail.com
আজকের টোটকা
সফল ব্যবসায়ী হবার টোটকা
(১ম পর্ব)
(১) একটি হলুদ কাপড়ের মধ্যে সাতটি লক্ষ্মীকড়ি, পাঁচটি সুপারি, একটি কাঁচা টাকা, একটি কাঁচা হলুদ, এক পতা সিঁদুর এবং অল্প লাল চন্দন মাখিয়ে সমগ্র উপাদানগুলি লক্ষ্মীদেবীর সামনে রেখে ভক্তিসহকরে ধূপ ও দ্বীপ দ্বারা আরতি করে কাপড়টিকে লাল সুতে দিয়ে বেঁধে ক্যাশ বাক্সে বা আলমারিতে রেখে দেবেন। এই প্রক্রিয়াটি বুধবার রাত্রিতে করা প্রয়োজন। (২) প্রভাতে ও সন্ধ্যায় মহালক্ষ্মী স্তোত্র পাঠ করা প্রয়োজন (৩) নিত্য ব্যবসা শুরু করার আগে শ্রীগণেশ দেবতার পূজা পাঠ করা প্রয়োজন। (৪) নিত্য প্রভাতে বা ব্যবসা শুরু করার আগে বা সন্ধ্যায় মঙ্গলিক ধূনা জ্বালানোর প্রয়োজন (৫) অনেক সময় ব্যবসা চলতে চলতে মন্দ হয়ে পড়ে। সেই অবস্থা থেকে ফিরে দাঁড়াবার জন্য দীপান্বিতার দিন অর্ধ রাত্রিতে ভূর্জ্যপত্রে পঞ্চগব্য দ্বারা কালি প্রস্তুত করে শ্রী শ্রী লক্ষ্মীযন্ত্রম লিখে পূজা ও যজ্ঞ করে ব্যবসার স্থানে শুদ্ধ জায়গায় রেখে দিতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যায় ধূপ দিতে হবে।
(…. এরপর পর আগামী সংখ্যায়)
রোগ মুক্তির টোটকা
শরীরে কাম এলে তবে যৌবনে হয় বিয়ে
যদি তা কম হয় বাড়াও অশ্বগন্ধা দিয়ে
আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে এবং জ্যোতিষ শাস্ত্রে শিক্ষালাভের জন্যযোগাযোগ করুন
বিশিষ্ট শিক্ষকমন্ডলী দ্বারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চান?শিক্ষান্তে ডিগ্রি প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন
আচার্য্য শিবু শাস্ত্রী
9830292174 / 6291252790