নিজস্ব প্রতিনিধি – ঘরে বসে রেশন-আধার কার্ড লিঙ্ক করবেন কিভাবে? সম্প্রতি দুই কার্ডে লিঙ্ক করাতে সোশ্যাল মিডিয়ায় পথ দেখিয়েছে রাজ্য সরকার। নিচের দেওয়া পদ্ধতি মেন্টেন করলেই বাড়িতে বসেই ডিজিটাল রেশন কার্ডের ই-কেওয়াসি পূরণ করতে পারবেন।
**প্রথমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার জন্য https://food.wb.gov.in/ সাইটে যেতে হবে । ** এরপর Link Ration Card with Aadhaar Card-এ ক্লিক করতে হবে।
** এবার রেশন কার্ডের ক্যাটিগরি ও নম্বর জমা দিন।
** এখানে সবিস্তারে দেখে নিজের পরিষেবা বেছে নিন। এই পর্বে এ ও বি অপশন দেওয়া থাকবে।
(এ) আপডেট করুন আধার ও মোবাইল নম্বর।
(বি) আপডেট শুধুমাত্র মোবাইল নম্বর।
**এখানে সবকিছুর পর এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। এরপর নিজের নথি ঠিক আছে কিনা দেখে নিয়ে ‘ওটিপি’ সাবমিট করুন।