নিজস্ব প্রতিনিধি – মঙ্গলবারের তুলনায় বুধবার দেশে অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রামিতের সংখ্যা। গতকাল সংক্রামিতের সংখ্যা ছিল ১০ হাজার ১২৬।  বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় সংক্রামিতের সংখ্যা রয়েছে ১১ হাজার ৪৬৬। পাশাপাশি, গতকালের তুলনায় বেড়েছে মৃতের সংখ্যাও। একদিনে মৃত্যু হয়েছে ৪৬০ জনের। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস রয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৬৮৩। যা গত ২৬৪ দিনে সর্বনিম্ন।

Loading