নিজস্ব প্রতিনিধি – পাঞ্জাব রাজ্যে কৃষকদের রোষের মুখে পড়তে হলো বলিউডি ‘সূর্যবংশী’ সিনেমাটিকে। পাঞ্জাবের হোশিয়ারপুরের সিনেমা হলগুলোতে ছবিটির প্রদর্শনী বন্ধ করল কৃষকদের একটি দল। প্রতিবাদী কৃষকরা জানাচ্ছেন, ভারত সরকারের বিরুদ্ধে কৃষকরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাকে সমর্থন করেননি অক্ষয় কুমার। ওই কারণেই এই অভিনেতার ছবি প্রদর্শনী রুখে দিলেন তারা। এমনকি সিনেমা হলের বাইরে সাঁটানো পোস্টারও ছিঁড়ে ফেলেন বিক্ষোভকারীরা।

ভারতী কিষান ইউনিয়নের ব্যানারে অক্ষয় কুমারের ছবির প্রতিবাদ করা হচ্ছে। যার নেতৃত্ব দিচ্ছেন জেলা সভাপতি শরণ ধুগ্গা। শহিদ উধম সিং পার্ক থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। এগিয়ে যায় স্থানীয় একটি সিনেমা হলের দিকে। সেখানেই তারা সিনেমা হল কর্তৃপক্ষকে ‘সূর্যবংশী’র প্রদর্শনী বন্ধ করতে বাধ্য করেন। পাশাপাশি এও জানিয়ে দেন, যত দিন না কৃষি আইন প্রত্যাহার করবে কেন্দ্র, তত দিন অক্ষয়ের সিনেমা প্রদর্শনী বন্ধ রাখতে হবে।

Loading