আজকের (৮ নভেম্বর, ২০২১) রাশিফল সঙ্গে অব্যর্থ টোটকা

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

 

আজকের টোটকা

ব্যবসায় লোকসান কমানোর  টোটকা

ব্যবসায় আপনার যদি লোকসান হয়, তাহলে আপনি এই প্রয়োগটি করতে পারেন। এই প্রয়োগটি করার উপযুক্ত দিন হল বুধবার। পরপর ৬টি সপ্তাহের বুধবার এই প্রয়োগটি করতে হবে। তাহলে দেখবেন আপনার ব্যবসায়ে অনেক বেশি লাভ হবে। বাজার থেকে একটি হলুদ রঙের কড়ি কিনে আনবেন, এর সঙ্গে ৪টি করে লবঙ্গ ও ছোট এলাচ এবং মাটি একসঙ্গে জড়ো করে আগুনে পোড়াতে হবে। ওই আগুন নিভে গিয়ে যে ছাই পড়ে থাকবে সেই ছাই তুলে একটি গোটা পানের ওপর রেখে ফুটো করা তামার পয়সা রাখবেন। যদি ফুটো তামার পয়সা জোগাড় করতে না পারেন তাহলে একটি তামার পাতকে ব্যবহার করতে পারেন। এবার সমস্ত জিনিসগুলি একসঙ্গে জড়ো করে পুকুর কিংবা নদীতে ভাসিয়ে দিতে হবে। আপনি যে বুধবার এই প্রয়োগটি করবেন সেই দিন উপোস করবেন এবং কোনো দুঃখী কিংবা অসহায় মানুষকে দান দক্ষিণা কিংবা কোনও গরিবকে খাইয়ে তারপর নিজে খাবেন। প্রতি বুধবার সকালে সূর্য্যদয়ের মধ্যে করবেন। এবং যদি একান্ত সকালে প্রয়োগটি করতে না পারেন তাহলে ঠিক সন্ধ্যাবেলার মধ্যে প্রয়োগটি করতে হবে।

রোগ মুক্তির টোটকা

চরক সংহিতায় বলে মৌরী উন্নত এক ভেষজ

অজীর্ণ, পেট ফাঁপা, ঋতুর অনিয়মিতাকে করে সহজ।

আধ্যাত্মিক উপাচারে যেকোনো সমস্যার সমাধান পেতে এবং জ্যোতিষ শাস্ত্রে শিক্ষালাভের জন্যযোগাযোগ করুন

বিশিষ্ট শিক্ষকমন্ডলী দ্বারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চান?শিক্ষান্তে ডিগ্রি প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন

আচার্য্য শিবু শাস্ত্রী

9830292174 / 6291252790  

Loading