নিজস্ব প্রতিনিধি – রাজ্যের মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায় (৭৫) বৃহস্পতিবার রাতে মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পঞ্চায়েত ও গ্রামোন্নয়নসহ রাজ্যের চারটি দফতরের মন্ত্রী সুব্রত। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জি।  এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা লেখেন, ‘রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং রাষ্ট্রীয় উদ্যোগ ও শিল্প পুনর্গঠন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। সুব্রতদা ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

হাসিমুখে তিনি জেলায় জেলায় ঘুরে আমাদের সরকারের কাজে অতুলনীয় অবদান রেখেছেন। কলকাতার মেয়র হিসাবে কলকাতার সামগ্রিক উন্নয়নে তার বিশেষ ভূমিকা স্মরণীয়।

Loading