নিজস্ব প্রতিনিধি – দিল্লির আকাশ সিমেন্টের মতো রঙ ধারণ করছে। শহরটির বাতাসের মানের স্কোর বৃহস্পতিবার বিকেলে ছিল ৩৩৯। দিওয়ালির দু-একদিন রাতে আতশবাজি পোড়ার জন্য অবস্থা আরও খারাপ হবে বলে ধারণা করা হচ্ছে।
বাতাসের মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলো সন্তোষজনক, ১০১ থেকে ২০০ সহনীয়, ২০১ থেকে ৩০০ হচ্ছে খারাপ, ৩০১ থেকে ৪০০ খুব খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হচ্ছে গুরুতর। দিল্লির বাতাসের অবস্থা এখন খুব খারাপ অবস্থায় আছে।
কিছুদিন আগেই রেকর্ড-ব্রেকিং বৃষ্টিপাত এবং অন্যান্য অনুকূল আবহাওয়ার কারণে দিল্লিতে দূষণের বিরল হ্রাস ঘটেছিল। শহরটিতে গত চার বছরের মধ্যে সবচেয়ে ভালো বাতাস ছিল গত অক্টোবরে। পরে নভেম্বরের শুরু থেকে ফের বাতাসের মান নামতে শুরু করেছে।