নিজস্ব প্রতিনিধি – দুর্গাপুজোর মতোই কালীপুজো , জগদ্ধাত্রী পুজো, ও কার্তিক পুজোয় দর্শকশূন্য থাকবে মন্ডপ, নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার মহামান্য আদালতের নির্দেশ, জোড়া ভ্যাকসিন নেওয়া থাকলেও মণ্ডপে প্রচুর ভিড় করা যাবে না। নির্দিষ্ট সংখ্যক লোক নিয়েই করতে হবে পুজো। মেনে চলতে হবে যাবতীয় করোনাবিধি। বুধবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি কে ডি ভুটিয়ার ডিভিশন বেঞ্চ।