নিজস্ব প্রতিনিধি – এক মাসেরও বেশি সময় ধরে  অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছিল আরজিকর  মেডিকেল কলেজের পড়ুয়ারা। অবশেষে সেই আন্দোলন প্রত্যাহার করলেন আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুয়ারা।

গত ৩০ সেপ্টেম্বর থেকে অধ্যক্ষের পদত্যাগ, স্টুডেন্টস কাউন্সিল ও হস্টেল সংক্রান্ত নানা দাবিদাওয়া নিয়ে অনশনে বসেছিলেন তাঁরা। এই আন্দোলন চালাতে গিয়ে বেশ কিছু পড়ুয়া অসুস্থ হয়েও পড়েছিলেন। তবে পড়ুয়ারা অনশন প্রত্যাহার করলেও, এখনই  আন্দোলন থেকে সরে আসছেন না। তারা তৈরি করেছে ছাত্র ঐক্য বলে একটি মঞ্চ। যে মঞ্চে আছেন আর জি কর-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্র ঐক্য নামের ওই মঞ্চের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পাসে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Loading