নিজস্ব প্রতিনিধি – ২৪ ঘণ্টায় জেলায় রেকর্ড সংখ্যক ৮১ হাজার ৪৯০ জনকে ভ্যাকসিন দিয়ে রেকর্ড গড়লো কোচবিহার জেলা। একদিনের হিসেবে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেডিকেল কলেজ, হাসপাতাল, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও বেশকিছু স্কুলে শিবির করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৭১ হাজার ৪২১ জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১০ হাজার ৬৯ জনকে। এখনও পর্যন্ত কোচবিহার জেলায় ১৪ লক্ষ ৭৯ হাজার ৫৩ জন প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেaয়েছেন ৪ লক্ষ ২৮ হাজার ৮৫৫ জন।