নিজস্ব প্রতিনিধি – ভারত সরকারের ষষ্ঠ সেরোলজিক্যাল সার্ভে (সেরো সার্ভে) রিপোর্টে বলা হয়েছে, দিল্লির অনেক বাসিন্দার শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেই সংখ্যাটি কোনো অবস্থাতেই ৮৫ শতাংশের কম নয়।

সমীক্ষার কাজ শুরু হয়েছিলো ২৪ সেপ্টেম্বর। এক সপ্তাহে তিন পৌরসভার ২৮০টি ওয়ার্ড থেকে ২৮ হাজার বাসিন্দার রক্তের নমুনা সংগ্রহ করা হয়। অবশ্য ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউ শুরুর আগে সমীক্ষায় দেখা গিয়েছিলো ৫৬ শতাংশেরও বেশি দিল্লির মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে।

Loading