নিজস্ব প্রতিনিধি – সদ্য বিবাহিত মেয়েকে সাধারণত খুশি করার জন্য বাবারা নানান ধরনের কাজ করেন। উপহার হিসেবে বেছে নেন দামি সব পণ্য। কিন্তু সদ্য বিবাহিতা মেয়েকে খুশি করার জন্য ট্রাকভর্তি উপহার পাঠানো কিছুটা পাগলামি বটে। আর এ কাজটিই করেছেন অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রির বলরাম কৃষ্ণ। তেলুগু ঐতিহ্য অনুসারে অশধ মাসম (পবিত্র মাস) উপলক্ষে এই উপহার মেয়েকে দিয়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রির বাসিন্দা বাত্তুলা বলরাম কৃষ্ণ। পেশায় তিনি ব্যবসায়ী। মেয়ে প্রত্যুশার বিয়ে দিয়েছেন পুদুচেরির পবন কুমার নামের এক ব্যবসায়ীর সঙ্গে। বিয়ের পর প্রথম বার শ্বশুরবাড়িতে এই উৎসব পালন করছেন প্রত্যুশা। বলরামের চাওয়া ছিল, মেয়ের প্রথম উৎসব যেন অন্য রকম হয়। আর তাই এমন কাণ্ড করেছেন তিনি। উপহার ভর্তি ট্রাকে যা ছিল তাতে যে কারও অবাক না হয়ে উপায় নেই। ট্রাকে ছিল- এক হাজার কেজি মাছ, ১ হাজার কেজি সবজি, ২৫০ কেজি চিংড়ি, ২৫০ কেজি মুদিখানার সামগ্রী, ২৫০ বোতল আচার, ২৫০ কেজি মিষ্টি, ৫০টি মুরগি ও ১০টি ছাগল। ট্রাকে করে সেই উপহার পাঠানো হয় মেয়ের শ্বশুরবাড়ি। মেয়ের বাবার এ কাণ্ড দেখে শ্বশুরবাড়ির সবাই অবাক। উপহার সামগ্রীর নানা ছবি ইতোমধ্যে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Loading