নিজস্ব প্রতিনিধি – আফগানিস্তানে সরকার ঘোষণা করলেও এখন শপথ অনুষ্ঠান হয়নি তালেবানের। শনিবার ১১ সেপ্টেম্বর শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানা যাচ্ছে। ৯/১১ হামলার বর্ষপূর্তিতে যুক্তরাষ্ট্রকে অস্বস্তিতে ফেলতেই তালেবান এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। দুই দশক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার জবাব দিতে আফগানিস্তানে থাকা আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে লক্ষ্য করে হামলা শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই আক্রমণেই কার্যত ক্ষমতা হারায় তালেবান। এতদিন পরে ক্ষমতা ফিরে পেয়ে তাই সেই দিনেই শপথগ্রহণ করার পরিকল্পনা নিয়েছে গোষ্ঠীটি। ইতোমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য চীন, তুরস্ক, ইরান, পাকিস্তান, কাতার, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে তালেবান। তালেবান মুখপাত্র বলেছেন, ‘আফগানিস্থানে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে বিনিয়োগ দরকার। আমরা চীনসহ প্রতিবেশীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখতে চাই।’

Loading