নিজস্ব প্রতিনিধি – মহামারী করোনাকালীন দীর্ঘ এই সময়ে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ওটিটি প্লাটফর্ম। শুধু তাই নয়, বড়পর্দার জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাচ্ছে এই মাধ্যমটি। আর তাইতো বদলে যাওয়া এই বিনোদন মাধ্যমের সঙ্গে পাল্লা দিতে নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা পাল্টাচ্ছে বড় বড় প্রোডাকশন হাউজগুলো।
ইতোমধ্যেই ওটিটি কনটেন্টকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে করণ জোহরের ‘ধর্ম প্রোডাকশন’। এবার সেই পথেই হাঁটলো আদিত্য চোপড়ার ‘যশরাজ ফিল্মস্’। ওটিটির জন্য নতুন শাখা খোলার ঘোষণা দিয়েছেন যশরাজ ফিল্মসের কর্ণধার। যার নাম ‘ওয়াই আর এফ এন্টারটেনমেন্ট’।
বিপুল পরিমাণ খরচ করেই ‘ওয়াই আর এফ এন্টারটেনমেন্টে’র পথ চলা শুরু হল। শোনা যাচ্ছে, ওটিটি-র জন্য প্রায় ৫০০ কোটি টাকা লগ্নি করেছেন আদিত্য চোপড়া। ‘যশরাজ ফিল্মস’ এর আদি অকৃত্রিম ভারতীয় গল্পের স্টাইলই ধরা পড়বে তাদের ওটিটি কনটেন্টগুলো।
সারা বিশ্বের দর্শকের কাছে উচ্চ মানের কাজ পৌঁছে দিতে বদ্ধপরিকর যশরাজের ওটিটি প্লাটফর্ম। ভাষার বিভেদ দূর করে বিশ্বের দরবারে নানান ধরনের গল্প পৌঁছে দিতে চায় তারা। তাদের ছবিতে উন্নত মানের কারিগরির প্রয়োগও করতে চায় ‘ওয়াই আর এফ এন্টারটেনমেন্ট’।
প্রায় দুই বছর চিন্তাভাবনার পর নিজস্ব ওটিটি প্লাটফর্ম নিয়ে সামনে আসছেন আদিত্য চোপড়া। বেশ কিছু ভাল ছবির প্ল্যান এর মধ্যেই যশরাজের ওটিটি ঝুলিতে রয়েছে। বড়পর্দার যশরাজ ফিল্মসের মতো ‘ওয়াই আর এফ এন্টারটেনমেন্ট’ যে ওটিটিতেও ব্যতিক্রম কিছু করবে তা নিয়ে এখনই নিশ্চিত দর্শক মহল।