নিজস্ব প্রতিনিধি – দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে প্রায় এক বছর। ভারতের মোদি সরকারের আনা বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছেন কৃষকরা। সেই বিক্ষোভের এক বছর পূর্তিতে সংসদের উদ্দেশে ট্র্যাক্টর মিছিল করবেন বলে জানালেন আন্দোলনকারীরা।

আগামী ২৯ নভেম্বর শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন। সেই দিন থেকে শুরু করে প্রতিদিন শান্তিপূর্ণ মিছিল করবেন ৫০০ কৃষক। সংযুক্ত কিষান মোর্চার তরফে একথা জানানো হয়েছে। মোর্চার তরফে পেশ করা বিবৃতিতে বলা হয়েছে, ‘২৯ নভেম্বর থেকে শীতকালীন অধিবেশন শেষ হওয়া পর্যন্ত ৫০০ জন নির্বাচিত কৃষক কর্মী প্রতিদিন শান্তিপূর্ণ ট্র্যাক্টর মিছিল করে সংসদের উদ্দেশে যাত্রা করবেন। সম্প‚র্ণ শৃঙ্খলা বজায় রেখে রাজধানীতে নিজেদের অধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করতেই এই মিছিল করবেন তারা।’ প্রসঙ্গত, ২৯ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের অধিবেশন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

এছাড়াও ২৬ নভেম্বর বিক্ষোভের বর্ষপূর্তির দিনেও বিশেষ পরিকল্পনা রয়েছে কৃষকদের। ওইদিন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখন্দ ও রাজস্থান থেকে কৃষকরা এসে দিল্লি সীমান্তে একত্রিত হবেন মহাপঞ্চায়েতে। এরপর সারা ভারতে জুড়েই ব্যাপক ভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন কৃষকরা।

এই সমস্ত পরিকল্পনা যে কেন্দ্রীয় সরকারের উপর ‘চাপ বাড়ানোর জন্য’, তা জানিয়ে দেওয়া হয়েছে মোর্চার তরফে। কৃষকদের দাবি মেনে নিতে বাধ্য করতেই কেন্দ্রের বিরুদ্ধে তাঁদের এই ‘লড়াই’ বলেও জানানো হয়েছে।

Loading