নিজস্ব প্রতিনিধি – ২০ মাস পর মেট্রো ফিরছে টোকেন। বৃহস্পতিবার থেকেই যাত্রীরা টোকেন কেটে মেট্রোয় খেতে পারবে। করোনার কারণে গত কুড়ি মাস নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করিডরে টোকেন দেওয়া বন্ধ ছিল। লকডাউন শিথিল হওয়ার পর

এতদিন একমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমে মেট্রো যাতায়াত করা যাচ্ছিল।জনমতের চাপে এবার সেই টোকেন ব্যবস্থা ফিরিয়ে আনল মেট্রো কর্তৃপক্ষ।

Loading