নিজস্ব প্রতিনিধি – জলপাইগুড়ি শহরে ঢুকে পড়েছে দুটি দলছুট হাতি। হাতি দেখতে সাধারণ মানুষের ভিড় ঠেকাতে শহরে জারি হয়েছে ১৪৪ ধারা। রবিবার এমন ঘটনা ঘটেছে।  জানা গেছে, ভোরে বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে করলা নদী ধরে দুটি হাতি চলে আসে জলপাইগুড়ি শহরে। তারা আশ্রয় নেয় জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের বয়েজ হোস্টেলের পেছনের একটি ঝোপে। বনকর্মীরা ভোরবেলা থেকে হাতি দুটিকে তাড়িয়ে আবার বনে ফেরানোর চেষ্টা করছেন।

এদিকে শহরের একেবারে মাঝামাঝি অবস্থান করার কারণে, বেলা বাড়লেই হাতি দেখতে ভিড় করতে পারেন সাধারণ মানুষ, এই আশঙ্কায় শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ১৪৪ ধারা জারির কথা জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু।

সকাল ৯টার দিকে হাতি দুটি জলপাইগুড়ির করোনা হাসপাতালের কাছাকাছি চলে আসে। এলিফ্যান্ট স্কোয়াড ও ঘুমপাড়ানি বন্দুকসহ দলকে প্রস্তুত রাখা হয়েছে। বনকর্মীরা চেষ্টা করছেন, যত দ্রুত সম্ভব দলছুট হাতি দুটিকে বনে ফিরিয়ে দেওয়ার।

 

Loading