স্বপ্নদর্শনের উপকারিতা ও কয়েকটি স্বপ্নের আসল অর্থ
প্রফেসর ডক্টর কুশল সেন
অধ্যাপক (ফলিত সংখ্যাতত্ত্ব), Astrological Research Institute of Krishnamurti Paddhati (ARIKP)
সদস্য, মার্গদর্শক মন্ডল, ভারতীয় বৈদিক জ্যোতিষ সংস্থানম্, বারানসী
e-mail : kooshoeg@gmail.com
আমরা সকলেই প্রায় প্রতিদিনই ঘুমের মধ্যে কিছু না কিছু স্বপ্ন দেখি। ঘুম ভাঙলে কিছু স্বপ্ন মনে থাকে আবার কিছু স্বপ্ন মনে থাকে না। এর মধ্যে এমন কিছু স্বপ্ন থাকে যা আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে। এই সমস্ত স্বপ্নের ফলাফল নিয়ে ধারাবাহিক ভাবে লিখছেন বিশিষ্ট জ্যোতিষ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ অধ্যাপক ডঃ কুশল সেন
(২য় পর্ব)
জ্যোতিষশাস্ত্রের বৈদিক প্রামাণ্য গ্রন্থতে, মন বা কল্পনার কারক বলা হয়েছে চন্দ্রকে – ‘চন্দ্রমা মনসা জাতঃ’ তাই জাতক-জাতিকার জন্মকুন্ডলীতে (D1) চন্দ্রের স্থিতির উপরে স্বপ্নের ধরণ অনেকাংশে নির্ভর করে। অবশ্য এর সাথে গোচর বিচার (Transit) করাও আবশ্যক।
স্বপ্ন দর্শনের ক্ষেত্রে নবমভাব ও নবমপতি, দ্বাদশভাব ও দ্বাদশপতি এবং গ্রহের দশাভেদে মানুষের স্বপ্নের ধরণগুলির পরিবর্তন হয়ে থাকে –
(ক) নবমভাব বা নবমপতি – নবমভাব হল পূর্ব পূণ্য বা পূর্বজন্মের নির্দেশক, নবমভাবের শুভত্বের উপরেই শুভ ও ফলদায়ক স্বপ্নদর্শন হয়। নবমভাব সম্পর্কিত গ্রহের উপর নির্ভরশীল বিশেষ ধরণের স্বপ্ন –
(১) চন্দ্র – সমুদ্র, জাহাজ, জল, জলযাত্রা, বন্যা, বৃদ্ধা ইত্যাদি।
(২) রবি – রাজা, প্রভাবশালী ব্যক্তি, সম্পদ, কাঠ, উড়ে বেড়ানোর স্বপ্ন ইত্যাদি।
(৩) বুধ – অঙ্কন, বই, মন্দির, ভ্রমণ, বালক, খাদ্যদ্রব্য ইত্যাদি।
(৪) মঙ্গল – মারপিঠ, শত্রু, অস্ত্র, জীবজন্তু, মাটি, দূর্গ, ঘোড়া ইত্যাদি
(৫) শুক্র – সুন্দরী নারী, মূল্যবান দ্রব্য, ভ্রমণ, জামাকাপড়, গাড়ী চালানো ইত্যাদি।
(৬) বৃহস্পতি – অর্থ, বই, শিক্ষাপ্রতিষ্ঠান, আধ্যাত্মিকতা, পদ্মফুল, ঈশ্বর, দায়িত্ব, জ্ঞান বিতরণ ইত্যাদি।
(৭) শনি – চোর, খননকার্য, পরিকল্পনা, পৃথিবী ও মহাকাশ, অচেনা জায়গা, ফসল, দূর ভ্রমণ ইত্যাদি।
(৮) রাহু – সুগন্ধি, পশুপাখী, প্রকৃতি, গর্তে পড়ে যাওয়া, মূল্যবান ও প্রয়োজনীয় দ্রব্য
(৯) কেতু – অন্ধকার, সাপ, ভয়, হারিয়ে যাওয়া, শুতে না পারা, মৃত্যু দেখা, পশুর আক্রমণ।
(খ) দ্বাদশ ভাবে কেতু ও বৃহস্পতির শুভ অবস্থান মানুষকে সঠিক আধ্যাত্মিকতার জ্ঞানলাভ করায় ও স্বপ্ন প্রায়শই সফল হয়। বুধ ও শুক্রের অবস্থান আনন্দদায়ক স্বপ্নের কারক। ১২শ ভাবে শনির অবস্থান অবাঞ্ছিত স্বপ্ন দর্শায় ও মানসিক বিভ্রান্তির কারণ ঘটায়। চন্দ্র-রাহু বা চন্দ্র-শনির ১২শ ভাবে অবস্থান মানসিক রোগ এমনকি নিদ্রাভঙ্গের কারক হয়ে দাঁড়ায়।
কয়েকটি বিশেষ ধরণের স্বপ্নের প্রকৃত অর্থ নীচে দেওয়া হল –
(১) বাঘ যদি ধাওয়া করে – শত্রুর দ্বারা লাঞ্ছনা।
(২) বাঘ যদি আক্রমণ করে – শত্রুর দ্বারা ক্ষয়ক্ষতি।
(৩) বাঘের আক্রমণে ছুটে পালাতে সক্ষম হলে – শত্রুজয়ের নির্দেশ ।
(৪) খাঁচার মধ্যে বাঘ – পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতি আপনার প্রতিকূল হতে পারে।
(৫) বাঘের চামড়ার আসন – আনন্দদায়ক ভবিষ্যত।
(…. এরপর পরবর্তী সংখ্যায়)