নিজস্ব প্রতিনিধি – ইতিমধ্যেই আগামী ১৬ নভেম্বর থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আবার স্কুলে যাওয়ার জন্য ছাত্র-ছাত্রীরা মুখিয়ে রয়েছে। কিন্তু এই অবস্থায় রাজ্যের করোনা পরিস্থিতি ভালো নেই জানিয়ে কলকাতা হাইকোর্টে  এর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হল। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের কোনো পরিকল্পনা ছাড়াও স্কুলে যেতে বলা হয়েছে, এই মর্মে মামলা দায়ের করেছেন আইনজীবি সুদীপ ঘোষ চৌধুরী। বৃহস্পতিবার উক্ত মামলার শুনানি হতে পারে।

Loading