নিজস্ব প্রতিনিধি – ১৬ নভেম্বর স্কুল খুলছে। সকাল সাড়ে ৯টার মধ্যে স্কুলে হাজির হতে হবে পড়ুয়াদের। এই পরিস্থিতিতে ১৬ নভেম্বর, সোমবার সকাল ৭টা থেকে মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। ওইদিন থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো চলবে।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৭টায় দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী ট্রেন ছাড়বে।

রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী ট্রেন ৯টা ১৮ মিনিটে, দমদম থেকে কবি সুভাষগামী ট্রেন সাড়ে ৯টায় এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেন সাড়ে ৯টায় ছাড়বে। শনিবার এখন ২১৪টি ট্রেন চলে। ২০ নভেম্বর থেকে প্রতিদিন ২২০টি করে ট্রেন চলবে। রবিবার মেট্রো চলাচলের সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না।

Loading