নিজস্ব প্রতিনিধি – পাকিস্তানে আটক থেকে মুক্তি পাওয়া ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার তাঁকে এবার গ্রুপ ক্যাপ্টেনের পদমর্যাদা দেওয়া হয়। ২০১৯ সালে ফেব্রুয়ারিতে কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছিলেন ভারতীয় আধা সামরিক বাহিনী সিআরপিএফের ৪০ জনের বেশি জওয়ান। পরে সেটিকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় জড়ায়। একপর্যায়ে ভারতের একটি যুদ্ধবিমান পাকিস্তানে ঢুকে পড়লে সেটিকে ভূপাতিত করে পাকিস্তান বাহিনী। সেখান থেকে পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করা হয়।
ভারতীয় বিমানবাহিনীতে গ্রুপ ক্যাপ্টেন পদটি ভারতীয় সেনাবাহিনীর কর্নেল মর্যাদার সমকক্ষ। ২০২০ সালে অভিনন্দনকে ভারতের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পদক বীর চক্রে ভূষিত করা হয়।