নিজস্ব প্রতিনিধি – ‘শোক প্রকাশের ভাষা নেই’, সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে প্রদীপ ভট্টাচার্য্য ‘আজ আমার প্রকৃত গুরু বিয়োগ হল’, সুব্রত-প্রয়াণে ভারাক্রান্ত পার্থ
‘সুব্রতর মৃত্যুটা আমার কাছে একটা খুব বড় দুর্যোগ’, সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
‘রাজনৈতিক ক্ষেত্রে নক্ষত্র পতন’, সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়ানে বললেন সুকান্ত মজুমদার ।
এক বিরাট ক্ষতি হয়ে গেল’, সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়ানে বললেন ফিরহাদ হাকিম ।
কমপ্লিট চিফ মিনিস্টার মেটিরিয়াল ছিলেন, সেই বৃত্তটা সম্পূর্ণ হল না’, আক্ষেপ শমীক ভট্টাচার্যের
‘সবার সঙ্গে সম্পর্ক রাখতে উনি’, সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণে বিমান বসু |
‘ওঁর রসবোধে কঠিন পরিস্থিতিও সহজ হয়ে যেত’, সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণে মালা রায়