সাপ্তাহিক রাশিফল

বিশ্ববাংলা সেরা সম্মান ২০১৮, মাদার টেরেজা স্মারক সম্মান ২০১৮,

 বঙ্গরত্ন গৌরব সম্মান ২০১৮ দ্বারা অলংকৃত

আচার্য্য শিবু শাস্ত্রী

আচার্য্য, শাস্ত্রী, প্রাক শাস্ত্রী, রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থানম

(ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত)

জ্যোতিষ ভারতী, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য, তান্ত্রিকাচার্য্য,

জ্যোতিষ এশিয়াশ্রী উপাধি প্রাপ্ত (স্বর্ণপদক প্রাপ্ত)

যোগাযোগ – ৯৮৩০২৯২১৭৪

Email : acharyashibusastri@gmail.com

সাপ্তাহিক রাশিফল ২৭ জুন – ৪ জুলাই ২০২১

জ্ঞানের দ্বারা পূণ্য, মনের দ্বারা ইন্দ্রিয় আত্মায় সংযুক্ত।

আত্মার তৃপ্তিতে আনন্দ, জ্ঞান ও ধ্যানের দ্বারা আত্ম শক্তি জাগরিত।

মেষ – প্রীতি লাভ। অর্থ লাভ, আনন্দ লাভ। বিশ্বাস ভঙ্গের দন্ড লাভ। সন্তানের জন্য মানসিক অশান্তি ভোগ। দাম্পত্য সুখ ভোগ। স্বাস্থ মন্দ। বুদ্ধির ভুলে বিষয় ক্ষয় ভোগ পরিলক্ষিত।

বৃষ – মনোবাঞ্ছা পূরণ। কর্মে শুভ যোগাযোগ। ব্যবসায় অর্থাগম। প্রেমের বিহঙ্গ মুক্ত আকাশে। বিবাহের শুভ যোগাযোগ। পথে বিপদে সতর্ক থাকুন। দেবদর্শন যোগ।

মিথুন – দীর্ঘ দিনের প্রচেষ্টায় সুফল লাভ। অর্থাগম, কর্মে শুভ যোগাযোগ। ভ্রমণের পরিকল্পনা। অহংকারে ক্ষতির সম্ভাবনা। নানা শুভ যোগাযোগে আনন্দ লাভ।

কর্কট – কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি। নতুন ব্যবসার সূচনা। ব্যয় ভাব বৃদ্ধি পাবে। শুভ কাজে বাধা আসবে। নাস্তিকতা বৃদ্ধি পাবে। দেহ পীড়া ভোগ রয়েছে।

সিংহ – পারিবারিক অশান্তি পরিলক্ষিত। সামান্য কারণে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। লোভি ব্যক্তির জন্য সংসারে অশান্তি ভোগ। প্রতিযোগীতামূলক কাজে জয় লাভ।

কন্যা – কর্মক্ষেত্রে অশান্তি ভোগ। ব্যবসায় কিঞ্চিৎ শুভ যোগ দেখা যায়। সম্পদ বিষয়ে আশাহত। দম্পতির মধ্যে মনোমালিন্য বৃদ্ধি। বাত ও পেটের রোগে কষ্টভোগ দেখা যায়।

তুলা – মনে প্রেম ভাব বৃদ্ধি পাবে। সুখ ও শান্তিলাভ যোগ রয়েছে। দাম্পত্য কলহের যাত্রা সমাপ্তির পথে। গৃহে শুভ অনুষ্ঠান যোগ ও দেহ পীড়া দেখা যায়।

বৃশ্চিক – নানা জটিলতা বৃদ্ধি। বন্ধুত্বে মনোমালিন্য যোগ। প্রেম প্রীতি বিষয়ে মন্দ নয়। অর্থ কষ্টের সমাধান দেখা যায়। পত্নির মনমেজাজ সুখকর।

ধনু – নব প্রচেষ্টায় উৎসাহ বৃদ্ধি। সামাজিক কর্মে যশ লাভ। দীর্ঘ দিনের ব্যধি থেকে মুক্ত লাভ দেখা যায়। কর্মক্ষেত্রে উন্নতি ও সুযোগ লাভ রয়েছে। স্বাস্থ্য মন্দ যাবে না।

মকর – প্রতিযোগীতামূলক পরীক্ষায় উন্নতি। গৃহে উৎপাত বৃদ্ধি পাবে। গৃহে শান্তিলাভে পূজাপাঠ। গুরুজনের স্বাস্থ্যহানী যোগ রয়েছে। দীর্ঘদিনের কোনো প্রচেষ্টায় আশা পূরণ।

কুম্ভ – কর্মক্ষেত্রে গোলোযোগ দেখা যায়। সতর্ক হয়ে চোখ কান খুলে রাখুন। ব্যবসায় বেশকিছু বাধা। বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা দেখা যায়। স্বাস্থ মন্দ। সাবধানে থাকুন।

মীন – গৃহে বিবাদ যোগ পরিলক্ষিত। সম্পদ ক্রয়ে বেশ কিছু বাধার সন্মুখীন হবেন। সন্তান বিষয়ে উদ্বেগ। কিছু প্রীতি যোগের সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে বেশ কিছু বাধা আসলেও সুসময় আসবে।

Loading